Best Tally Training Institute in Howrah|Tally Learning Center Howrah
All classes are now online

Learn Tally from us and get Job

From our own Placement Company

Our New Center at Howrah Maidan

Howrah Maidan New Center

Why Career Planning Seminar

কেবলমাত্র পুঁথিগত বিদ্যা Career গড়ার জন্য তোমাকে তেমন ভাবে সাহায্য করতে পারবে না । ২-৩% সরকারি চাকরি বাদ দিলে ৯৭-৯৮% বেসরকারি চাকরির বাজারে তোমার যোগ্যতাই তোমার মাপকাঠি। তাই সঠিক Career Course কেমন হবে ? কি করলে কি পাওয়া যাবে, জানতে হবে তার সঠিক তথ্য। কত টাকা খরচ বা কেমন হবে পরিকল্পনা সবই জানতে হবে । চাকরি না ব্যবসা ? কত টাকা চাই জীবনে ? তার জন্য কত টাকা খরচ বা বিনিয়োগ করবে ? কে দেবে টাকা ? যদি গরিব বা নিম্নবিত্ত হও ? তাহলে সমাধান ? ধনী লোকেরা English Medium- এ যাচ্ছে । মেধাবীরা যাচ্ছে B.Tech, BCA, MCA, BBA বা MBA করতে । খরচ মাত্র ৩-১০ লক্ষ, মাইনে মাসে 20 হাজার থেকে ৫- ১০ লক্ষ । তুমি কোন দলে ? তুমি কি করবে ? কি করতে পারো ? Computer কিন্তু সমস্ত পৃথিবীতে এক নম্বর Career Choice. BCA, B.Tech, MCA, M.Tech না করেও বা সাধারণভাবে গ্রাজুয়েশন হয়ে বা করতে তিন বা চার বছর নষ্ট না করে কিভাবে যুক্তিপূর্ণ টাকা খরচ করে সফল কম্পিউটার প্রফেশনাল হওয়া যায় সবই জেনে নিতে পারো অভিজ্ঞ কম্পিউটার প্রফেশনাল দের থেকে। এই উদ্দেশ্যে আমাদের যুব কম্পিউটার সেন্টার এর সমস্ত ছাত্র-ছাত্রীরা বিনা খরচে এরকম দুটো সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ নিতে পারে। একটি শুধু ছাত্র-ছাত্রীদের নিয়ে অন্যটি অভিভাবকদের সাথে নিয়ে। তাই আমাদের সেন্টারে ভর্তি হওয়ার পরেই যারা চাকরি করতে চায় তারা এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য নাম লেখাবে। আমরা বোঝাবো কিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ না করেও সফল কম্পিউটার Career করা যায়।


Placement Company রাই তোমার সব থেকে বড় বন্ধু।

হাজার দুর্নাম থাকলেও Placement Company রাই তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে যদি তোমার বিশ্বাস থাকে এদের প্রতি। Placement কোম্পানির কাজই হল কর্মপ্রার্থীকে কাজ দেওয়া আর কোম্পানিগুলোকে কাজের লোক দেওয়া। দুটো অবশ্যই টাকার বিনিময়। তাও মাত্র ১ মাসের মাইনে চাকরি পাওয়ার পর। ভাব তো তুমি ১২-১৫-১৭-২০-২২ বছর ধরে পড়াশোনা করছো, হাজার হাজার বা লাখ লাখ টাকা খরচ করে। কেউ কি তোমাকে চাকরির গ্যারান্টি দিয়েছে বা তোমাকে নিশ্চিত ভাবেই চাকরিতে ঢুকিয়ে দেবে ? তাহলে আর রাজ্য বা দেশে লাখ লাখ বেকার থাকত না বা অন্য রাজ্যে চাকরির জন্য যেত না। অথচ ভালো ভাবে ভাব তো ১ মাসের মাইনে খরচ করেই প্রথম মাস থেকেই আয় করার সুযোগ করে দিচ্ছে জীবনের প্রথম অমূল্য চাকরির ব্যবস্থা করে দেয়। আর সেখান থেকেই ওরা তোমার জীবনের উপসর্গ। Placement কোম্পানির কাজই হল কর্মপ্রার্থী ও কর্মদাতার তথ্য বা খবর সংগ্রহ করা। আর কর্মপ্রার্থীকে কর্মদাতার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাতে কর্মপ্রার্থী চাকরিটা পায়। এই দুই পক্ষের সংযোগ স্থাপনেই কাজ তাদের। তার জন্যই তাদের অফিসে যারা লোকজন রাখে টাকা খরচ করে কোম্পানি করা। এই ব্যবসা চালানোর জন্য টাকা তো লাগবেই আর ব্যবসায় লাভও করতে হবে যাতে কোম্পানিটা বেঁচে থাকে। পৃথিবীতে কোন জিনিসই বিনামূল্যে পাওয়া যায় না। সবারই একটা মূল্য আছে। তাই চাকরি দেখে দেওয়ারও একটা খরচ থাকবেই। এটা যদি আমরা মন থেকে মেনে নিতে পারি তো আমাদেরই লাভ । তা না হলে শুধু একটা হিসাবই করে দেখতে বলবো যে একবার হিসাবটা করো যে তুমি কত মাস বেকার আছো ? আর কতদিন দিন বা মাস লাগবে চাকরি পেতে ? এই মাস গুলোকে তোমার যুক্তি পূর্ণ মাসে মাইনে দিয়ে গুণ করে দেখো টাকাটা কত ? তার সঙ্গে তুলনা করো একমাসের মাইনে কত ? যদি বেকার থাকার সময়ের টাকাটা এক মাসের মাইনের চেয়ে সামান্যই বেশি হয় তো তুমি তোমার বুদ্ধিতেই চলো আর যদি বেকার থাকার সময়টার মাইনের যোগফল অনেক অনেক বেশি হয় আজই কোন ভালো Placement কোম্পানিতে Paid Membership নিয়ে নাও। কারণ তারাই তোমাকে বাঁচাতে পারবে কারণ এটা তাদেরই কাজ আর এই কাজ করতে পারলে তবেই তারাও বাঁচবে। এর বাইরে যত আলোচনা সে সবই সময় নষ্ট ছাড়া আর কিছুই না।


সরকারি চাকরির অন্তত একটা বিকল্প রাখা চাই

যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাফল্যের জন্য সাফল্য প্রার্থনা করি | কিন্তু মনে রাখা ভালো যে সরকারি চাকরি সংখ্যা খুবই কম | তাই তার কম্পিটিশনটা অতি কঠিন| চাকরি পেয়ে গেলে তোমার সাফল্য ১০০ শতাংশ, আর না পেলে শূন্য “০”| শূন্য বলছি এই কারণে যে চাকরির পরীক্ষার জন্য যে পড়াশোনা করতে হয়,সেটা আর জীবনে অন্য কোথাও কাজে লাগে না | তাই ১০০ আর ০ এর মধ্যে যদি জীবনে ভারসাম্য বজায় রাখতে হয় তো কেরিয়ারে একটা সেকেন্ড অপশন থাকা একান্তই দরকার বা বুদ্ধিমানের কাজ না হলেই ভয়ানক বিপদ | তার সঙ্গে এখন আরও দেখতে হবে যে সরকারি চাকরি সত্যিকারের সম্ভাবনা এখন কতটুকু ? আরও মনে রাখা দরকার যে রাজ্য সরকার এখন বেশির ভাগ চাকরিতেই এখন চুক্তিভিত্তিক নিয়োগ করছে বা করবে | এই বিপদে পড়তে না চাইলে সরকারি চাকরি প্রস্তুতির পাশাপাশি ভালো মানের প্রফেশনাল কোর্স করে রাখাই যুক্তিযুক্ত | আর ভালো প্রফেশনাল কোর্স বলতে কম্পিউটারের কিন্তু কোন বিকল্প না খোঁজাই ভালো | আর অনেক টাকা খরচ করেই কোর্সটা করতে হবে কারণ সরকারি চাকরিতে তোমার আয়ের লক্ষ্য ছিল ৩০০০০ থেকে ৭০০০০ মধ্যে | আর বেসরকারিতে শুরু পশ্চিমবঙ্গে মাত্র ৫০০০ | তোমার জীবন তুমি ভাবলেই ভালো | আমরা শুধু গাইড করতে পারি আর উন্নত মানের কম্পিউটারটা শেখাতে পারি, সহযোগিতা করতে পারি জীবনের প্রথম চাকরিটা পেতে | স্বপ্ন সার্থক সারা জীবনের জন্য এটা নিশ্চয়তা |


Why Career Planning Seminar

কেবলমাত্র পুঁথিগত বিদ্যা Career গড়ার জন্য তোমাকে তেমন ভাবে সাহায্য করতে পারবে না । ২-৩% সরকারি চাকরি বাদ দিলে ৯৭-৯৮% বেসরকারি চাকরির বাজারে তোমার যোগ্যতাই তোমার মাপকাঠি। তাই সঠিক Career Course কেমন হবে ? কি করলে কি পাওয়া যাবে, জানতে হবে তার সঠিক তথ্য। কত টাকা খরচ বা কেমন হবে পরিকল্পনা সবই জানতে হবে । চাকরি না ব্যবসা ? কত টাকা চাই জীবনে ? তার জন্য কত টাকা খরচ বা বিনিয়োগ করবে ? কে দেবে টাকা ? যদি গরিব বা নিম্নবিত্ত হও ? তাহলে সমাধান ? ধনী লোকেরা English Medium- এ যাচ্ছে । মেধাবীরা যাচ্ছে B.Tech, BCA, MCA, BBA বা MBA করতে । খরচ মাত্র ৩-১০ লক্ষ, মাইনে মাসে 20 হাজার থেকে ৫- ১০ লক্ষ । তুমি কোন দলে ? তুমি কি করবে ? কি করতে পারো ? Computer কিন্তু সমস্ত পৃথিবীতে এক নম্বর Career Choice. BCA, B.Tech, MCA, M.Tech না করেও বা সাধারণভাবে গ্রাজুয়েশন হয়ে বা করতে তিন বা চার বছর নষ্ট না করে কিভাবে যুক্তিপূর্ণ টাকা খরচ করে সফল কম্পিউটার প্রফেশনাল হওয়া যায় সবই জেনে নিতে পারো অভিজ্ঞ কম্পিউটার প্রফেশনাল দের থেকে। এই উদ্দেশ্যে আমাদের যুব কম্পিউটার সেন্টার এর সমস্ত ছাত্র-ছাত্রীরা বিনা খরচে এরকম দুটো সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ নিতে পারে। একটি শুধু ছাত্র-ছাত্রীদের নিয়ে অন্যটি অভিভাবকদের সাথে নিয়ে। তাই আমাদের সেন্টারে ভর্তি হওয়ার পরেই যারা চাকরি করতে চায় তারা এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য নাম লেখাবে। আমরা বোঝাবো কিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ না করেও সফল কম্পিউটার Career করা যায়।

Industry Standard Education

Earn a Diploma which the Employers preferred most to recruit an Account Professional.

Get Direct Job Opportunity

Companies are recruiting TALLY Known Candidates from our Institution directly.

Be an Accounts Professional

Be a GST / TAX Professional. Apply the knowledge in Own Company.

Explore More

Want a Job?

Just join TALLY Academy Professional Course. Already know TALLY? Post your CV in our site and talk to our Placement Division. Visit our Placement Page to see the Job Availability.


Career Options.


Account Manager

Purchase Manager

Sales Manager

Inventory Manager

Tally Operator

Tax professional

Cashier


Director's Speech

Dear Students / Professionals, Plan your career in the Accounts Field. TALLY ACADEMY will assist you to reach in your Goal. A huge market in India now and it has increased dramatically after GST Implementation. A huge demand for the well trained TALLY Professionals. We have been providing Industry Standard Education to the students to be a successful Accounts Professionals since 2005. Just Join and be a successful Professional.


Job Opportunities


Opportunities..!

A huge Job opportunity of well trained Account Professionals and mainly TALLY Trained in Accounts Professionals mainly after GST Implementation. So, just join and enter in the Job Market Easily.




When to Join:

Just after Class 10, 12 or 12 +. Do not waste your 3 years of valuable time in general education. Enter in the Professional Field early to garb the Opportunity.


Our Videos

Affiliated By




Visitors Counter

  • 2
  • 3
  • 0
  • 4
  • 4
  • 0
  • 3
  • 4